প্রভাতের শুভেচ্ছা💗💗প্রতিটা ভোর আসুক পরম মমতায়❤️❤️
প্রতিদিন সকালটা দেখা হয়না।এর থেকে বলা ভালো খুব কমই আমার সকাল দেখা হয়।কিন্তু কিছুদিন হচ্ছে সকালটা দেখছি প্রতিটা সকালে।আর প্রতিটা সকালই কেমন নুতন সকাল হয়ে ধরা দেয়।
জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে সকাল জুড়ে।সিদুরে রাঙা সূর্য দেখরে মনে পড়ে সেই সব দিনের কথা।প্রাইভেট,টিউশন,স্কুল.... আড্ডায় মেতে থাকা শৈশব।মাঝে মাঝে খুবই আবেগ প্রবন করে তোলে।চোখে ভেসে ওঠে প্রেমীকার মুখটা❤️ যদিও প্রেমটা তখন একতরফা ছিলো।
এক ঝলক দেখার জন্য সময় নষ্ট করেছি অহোরহো।সাইকেলের সাইরেনে ক্লান্ত ছিলো পথচারী 😍কালক্রমে যদি দেখা হয়ে যেত তবে আর পায় কে😍কেক,চকলেক খাইয়েছি বন্ধুদের।আরো অনেক অনেক স্মৃতি.....ধিরে ধিরে সব বিস্তারিত শেয়ার কোরবো।সবার সুস্থতা কামনা করছি।শুভ সকাল❤️❤️

Comments
Post a Comment